সিলেটের ফেঞ্চুগঞ্জে এসএসসি ২০১৬ ব্যাচের উদ্দ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল) রাতে ২৬ টি দুস্থ ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার হিসেবে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ব্যাচের কয়েকজন জানান, দেশে প্রবাসে অবস্থানরত সকল বন্ধুমহলের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমাদের যতটুকু সাধ্য আছে তা নিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যার ফলশ্রুতিতে নিরুপায় মানুষের মাঝে অল্প করে হলেও উপহার দেওয়ার চেষ্টা করছি।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ১ লি: তেল,২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি চিনি, ২০০ গ্রাম দুধ, নুডুলস ১ প্যাকেট, সেমাই ২ প্যাকেট ও ময়দা ১ কেজি।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ১ লি: তেল,২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি চিনি, ২০০ গ্রাম দুধ, নুডুলস ১ প্যাকেট, সেমাই ২ প্যাকেট ও ময়দা ১ কেজি।