ঈদের মাত্র আর কয়েকদিন। ঈদ উপলক্ষে দুবছর পর জমজমাট হয়ে উঠেছে সিলেটের ফেঞ্চুগঞ্জের মার্কেটগুলো। ঈদের কেনাবেচায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা।
পরিবারের সদস্যদের পছন্দের পোশাক কিনে দিতে দোকানে দোকানে ছুটছেন অনেকে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। দিন যত যাচ্ছে দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে বলে জানান দোকানিরা।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) উপজেলার থানারোড এলাকার এ সাত্তার শপিং কমপ্লেক্স, গ্যালাক্সি শপিং সেন্টার,আকুল শাহ শপিং সিটি, এম. এ খাতুন ম্যানশন, সৈয়দ মুজাহিদ আলী মার্কেট গিয়ে দেখা গেছে, সব বয়সী মানুষের ভিড়। কেউ দোকানে ঢুকছেন কেউ কেনাকাটা শেষে বের হচ্ছেন। উৎসবের আমেজে সবার মুখে হাসি। এভাবে সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট থাকে মার্কেটগুলো।
বাজারের একাধিক ব্যবসায়ীরা জানিয়েছেন, দিনের তুলনায় সন্ধ্যা ও রাতে বেচাকেনা বেশি হয়। গত দুই বছরের করোনার ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। এজন্য দামাদামি না করেই নির্ধারিত মূল্যে ক্রেতার হাতে পণ্য তুলে দিতে চান ব্যবসায়ীরা।
এদিকে ঈদ উপলক্ষে বাজারের যানজট কিছুটা কমাতে মাঠে কাজ করছে বাজার বণিক সমিতি। সমিতির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেচ্ছাসেবী।