সিলেটের ফেঞ্চুগঞ্জে স্বামী পরিত্যক্ত ও বিধবা নারীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ মে) দুপুরে উপজেলার ২ নং মাইজগাঁও ইউপি’র ফরিদপুর গ্রামে লন্ডনে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ইসলামিক চ্যারটি অর্গানাইজেশন দাব্বাগ ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই শাড়ি বিতরণ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় দাব্বাগ ওয়েলফেয়ার ট্রাস্টের ফেঞ্চুগঞ্জের সমন্বয়ক ও উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সভাপতি আব্দুল হাই নন্না’র সভাপতিত্বে ও সমাজকর্মী মো: বদিউজ্জামানের পরিচালনাত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা দারিদ্র্য বিমোচন কমকর্তা মোঃ নিজামুল হক,ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস,এম,মামুনুর রশীদ,এনটিভি ইউরোপ’র ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য মোঃ দেলওয়ার হোসেন পাপ্পু।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজকর্মী সাদিকুর রহমান টিপু ও প্রবাসী আব্দুল হাকিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে শিক্ষার্থী আব্দুল ওয়ালী আবির।
সভা শেষে ৯২ জন স্বামী পরিত্যক্ত ও বিধবা নারীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়।
কুশিয়ারাভিউ২৪ডটকম/১১ মে,২০২১/ছামি