করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেটের ফেঞ্চুগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরায় পথচারীসহ ৭ জনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১মার্চ) দুপুরে উপজেলার পূর্ব বাজার থেকে থানারোর্ড এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী মান্নান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী মান্নান বিভিন্ন পেশার ৫০ জন মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী মান্নান জানান, গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছে, ফলে করোনা সংক্রমণ আরো বৃদ্ধি পাচ্ছে। তাই জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান, সেই সাথে জনগণকে সচেতন করতে মাস্ক বিতরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে সহায়তা করেন ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ সদস্য।