নিজস্ব প্রতিবেদক : যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রাচীন তম বিদ্যাপিঠ ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান উদযাপন শুরু হয়। এরপর কলেজ হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সৈয়দ নূরুজ্জামান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কমল পাণি চৌধুরী, বাংলা বিভাগের প্রভাষক বিকাশ রঞ্জন দেবনাথ, রাষ্ট্রবিজ্ঞানী বিভাগের বিভাগীয় প্রধান মো. নজমুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রনবীর মজুমদার, ইংরেজি বিভাগের প্রভাষক অসীম কুমার তালুকদার, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক শরিফ আহমেদ খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. আনিসুজ্জামান, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক দেবজ্যোতি বিশ্বাস, রসায়ন বিভাগের প্রভাষক কাঞ্চন চক্রবর্তী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ৫২’র ভাষা আন্দোলনের ইতিহাসের পাশাপাশি সর্বক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন।
এসময় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।