নওগাঁর ধামইরহাটে ৬২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব ৫।
আটককৃতরা হলেন-পাবনা জেলার চাটমোহর থানার আফ্রাতপাড়া নামক এলাকার হাসেম আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (২১), একই এলাকার রেজাউল করিমের ছেলে মো. মারুফ হোসেন সাদমান (১৬)।
গতকাল বুধবার (৩০ জুন) বিকালে উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত হরিতকীডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন ও ৯৯৫ টাকা নগদ জব্দ করা হয়।
বুধবার রাত ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্প।
একই দিন ভোর ৬টায় দিকে অপর একটি অভিযানে উপজেলার শল্পী নামক এলাকা থেকে ধামইরহাট থানা পুলিশ ২৫ বোতল ফেন্সিডিলসহ বগুড়া সদর এলাকার পিতা মৃত আব্দুল খালেকের ছেলে মো. জাহিদুল ইসলাম (৪৬ কে আটক করেন। পরে আটককৃত দের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
কুশিয়ারাভিউ২৪ডটকম/১ জুলাই, ২০২১/সামাদ