মাত্র দুই বছর আগে চালু হয়েছিল, ইতোমধ্যে হয়ে যাচ্ছে ফেসবুক গেমিংয়ের অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৮ অক্টোবরের পর থেকে এই পরিষেবাটি বন্ধ করে দেওয়া হবে।
সংবাদমাধ্যম ভার্জ জানায়, ফেসবুক ২০১৮ সালে টুইচ, ইউটিউব এবং মিক্সারের সঙ্গে পাল্লা দিয়ে সহযোগী অ্যাপ বাজারে ছাড়ে। ২০২০ সালে আনে এর মোবাইল সংস্করণ। ফেসবুক গেমিং একটি ক্রিয়েটর প্রোগ্রাম যোগ করে। তার সঙ্গে কো-স্ট্রিম চালানোর জন্য সেই প্ল্যাটফরমে কিছু অতিরিক্ত ফিচারও যোগ করে। তবে মোবাইল সংস্করণ বন্ধ হলেও অনলাইনে এটি থাকবে বলে জানায় সংবাদমাধ্যমটি। এদিকে ব্যবহারকারী বিভ্রান্ত হতে পারে এমন কারণ দেখিয়ে ইউটিউব ২০১৯ সালে তার গেমিং অ্যাপটি বন্ধ করে দেয়। আর ফেসবুক কী কারণে তার গেমিং অ্যাপটি বন্ধ করে দিচ্ছে সে সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি। মহামারির সময় ফেসবুক গেমিং ব্যাপক জনপ্রিয়তা পায়। সম্প্রতি এর ব্যবহার কমতে থাকে।
স্ট্রিমল্যাবের দেওয়া উপাত্ত থেকে দেখা যায়, ফেসবুক গেমিং, টুইচ এবং ইউটিউবের ব্যবহার ঘণ্টা হিসেবে ৮.৪ শতাংশ কমে এসেছে এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে।