স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানে প্রতিদিনই বাড়ছে মৃত্যু। সরকারি তথ্য বলছে, দেশটিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২০৮ জন। যাদের মধ্যে ৪১৬ শিশু রয়েছে।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় সিন্ধু প্রদেশের বেশ কিছু এলাকায় নদ-নদীর। পানি বেড়েই চলেছে। বন্যাকবলিত মানুষের পর্যাপ্ত ত্রাণের জন্য ১৬ কোটি ডলারের আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য বলছে, পাকিস্তানে বন্যাকবলিতদের মধ্যে সাড়ে ৬ লাখ অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাদেরই একজন শামসাদ ওল। বন্যায় ঘরবাড়ি হারিয়ে ৪২ বছর বয়সী এই নারী এখন পাঞ্জাব প্রদেশের ফজলপুর এলাকার একটি আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন।
শামসাদ জানান, নিজ গ্রামে বন্যার পানি ঢুকে পড়লেও সেখানেই পরিবার নিয়ে থাকার সিদ্ধান্ত নেন তিনি।