ডেস্ক রিপোর্ট: বরগুনায় ১০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-পরীরখাল এলাকার আবুল হাসেমের ছেলে আল আমিন (৩৫) এবং একই এলাকার, মরহুম হামেজ উদ্দিনের ছেলে মোঃ জলিল (৫৭)।
মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার পরীরখাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীরখাল এলাকা থেকে আল আমিন ও জলিলকে আটক করা হয়। পরে তল্লাশি করা হলে তাদের পকেটে একশ পিস ইয়াবা পাওয়া যায়।
এ বিষয়ে বরগুনা সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ শহিদুল ইসলাম বলেন, আল আমিন এবং জলিল মাদক ব্যবসায়ী। তারা পকেটে ইয়াবা নিয়ে তা ইয়াবাসেবীদের কাছে বিক্রির অপেক্ষায় আছি। এমন সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, বুধবার (১৭ মার্চ) তাদের আদালতে পাঠানো হয়েছে।