আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বাংলাদেশ-ভারত সুসম্পর্ক জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন সরকারপ্রধান।
গতকাল বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, আমরা উনাকে (রাষ্ট্রপতিকে) বলেছি এই যে সুসম্পর্ক, এখন সোনালি অধ্যায়, এটা অন্যান্য দেশের জন্য অনুকরণীয়। আমরা বড় বড় সমস্যা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্পর্কের কারণে এ অঞ্চলে একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নিজের উন্নয়ন দর্শন ও ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্বের কথাও সাক্ষাতে তুলে ধরেন বলে জানান ড. মোমেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখার জন্য রামনাথ কোবিন্দকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পরিবারের স্যাক্রিফাইসের কথা উল্লেখ করে ভারতের রাষ্ট্রপতি গভীর দুঃখ প্রকাশ করেন। বঙ্গবন্ধু হত্যা-পরবর্তী সময়ে ভারত তাকে আশ্রয় দেয়ায় কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন অব্যাহতভাবে বাংলাদেশ ভারত কো-অপারেশন এই রিজিয়নে শান্তি প্রতিষ্ঠা করেছে এবং তা আরো অনেকদূর যাবে। এই কো-অপারেশন আরো বাড়ানো দরকার।
দুর্গাপূজা ও পূজা-পরবর্তী সহিংসতা প্রসঙ্গে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন বলেও জানান শাহরিয়ার আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আমাদের দেশে কাউকে সংখ্যালঘু হিসেবে ট্রিট করা হয় না। নাগরিকদের জন্য সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।