মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি এ শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিত, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এ.জেড. রওশন জেবীন (রুবা), জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনিন হোসেন, সহ-সাধারণ সম্পাদিকা মাধুরী গুন, সহ-সাংগঠনিক সম্পাদিকা অঞ্জনা সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক সাজেদা পারভীন, ধর্ম বিষয়ক সম্পাদিকা কয়তুননেছা, সদস্য মিলন বেগম, শাহেনা বেগম চৌধুরী, সুষমা সুলতানা রুহি, শেলী দেব, রীনা তালুকদার, সোনিয়া আক্তার, হাসিনা মাহিউদ্দিন, সামসুন্নাহার, নুরুন নাহার মেম্বার, লিপি রানী বনিক প্রমুখ।
কুশিয়ারাভিউ২৪ডটকম/১৬ ডিসেম্বর, ২০২১/লোকমান