রোজ সকালে কত্তো পাখি আসতো ঝাঁকে ঝাঁকে প্রাণ জুড়াতো সেই পাখিদের কিচিরমিচির ডাকে।
লেখাপড়ার ফাঁকে তারা করতো হৈ-হুল্লোড় আজ পাখিরা আমায় ছেড়ে থাকে অনেকদূর।
জাল বুনেছে মাকড়সারা আমার শরীর জুড়ে পাখিগুলোর জন্য আমার হৃদয়টা খুব পোড়ে।
আমি জানি আমায় ছাড়া নেই পাখিরা ভালো ধীরেধীরে যাচ্ছে নিভে তাদের মনের আলো।
কলম কিতাব রেখে তারা ফোন নিয়েছে হাতে বাজে খেলায় মগ্ন থাকে সকাল-দুপুর-রাতে।
কিছু পাখি পা দিয়েছে নেশার মরণ ফাঁদে এই পাখিদের জন্য কি আজ কারো হৃদয় কাঁদে
লেখক: সোহেল আহম্মেদ
মোহনগঞ্জ, নেত্রকোনা