ফের বিয়ের পিঁড়িতে বসছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। প্রথম স্ত্রী মারা যাওয়ার প্রায় আড়াই বছর পর আবারও বিয়ে করতে যাচ্ছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১০ জুন) রেলমন্ত্রী নিজেই গণমাধ্যমকে তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রী বলেন, বিয়ের ব্যাপারটি কিছু দূর এগিয়েছে। সবকিছু চূড়ান্ত হলে আমি নিজেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাব।
তবে ইতিমধ্যে বিয়ের ব্যাপারটি কিছু দূর এগিয়েছে।
২০১৮ সালের নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর এক ছেলে ও দুই মেয়ের বাবা রেলমন্ত্রী সুজনের প্রথম স্ত্রী নিলুফার জাহান অসুস্থতায় ৫৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
ভোটের পর দিন তার দাফন সম্পন্ন হয়। নূরুল ইসলাম সুজন পেশায় সুপ্রীমকোর্টের প্রবীণ আইনজীবী। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলারও একজন আইনজীবী ছিলেন।
১৯৫৬ সালের ৫ জানুয়ারি পঞ্চগড়ে জন্ম গ্রহণ করেন নূরুল ইসলাম সুজন। তিনি পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে টানা তিনবার (নবম, দশম ও একাদশ) জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়ার পর রেলমন্ত্রী করা হয় তাকে।
এর আগের রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করেছিলেন। চিরকুমার এই রাজনীতিকের ওই বিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
কুশিয়ারাভিউ২৪ডটকম/১০ জুন,২০২১/সামাদ