সিলেটের ফেঞ্চুগঞ্জে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার বধ্যভূমি কাইয়ার গুদামের সামনে এ আলোক প্রজ্বালন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল হাই নান্না , সহ সভাপতি আনছার আলী, জুবায়ের আহমেদ জুবা, সন্তান কামান্ড মাইজগাঁও ইউনিয়নের আহবায়ক বাবুল মিয়া, ফেঞ্চুগঞ্জ সদরের সচিব কয়েছ, লন্ডন মহানগর প্রজন্ম একাত্তরের তোফায়েল শাহ, নাদিয়া ফেরদৌস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফেঞ্চুগঞ্জ উপজেলার সদস্য আলমাছ আহমেদ, হোসেন আহমেদ প্রমুখ।