সিরাজগঞ্জের রায়গঞ্জে রোপা আমন চারা লাগানোর বর্ষা মওসুমেও কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় জমিতে পর্যাপ্ত পানি না থাকায় বিপাকে আছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা ।
এ সময় প্রাকৃতিক বর্ষার পানিতে রোপা আমন চাষ করার কথা থাকলেও টাকা দিয়ে পানি কিনে জমি চাষ করতে হচ্ছে অনেক কৃষকের।
পানির অভাবে এভাবেই সামান্য পানি দিয়েই জমিতে রোপা আমন চাষ করতে দেখা যায় উপজেলার দিয়ার বিলে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া গ্রামের হাসমত সেখ বলেন, এখানে একটি বি আরডিবির গভীর নলকূপ ছিলো, এটি চালু থাকলে পানির তেমন একটা সমস্যা হতো না। কে বা কারা রাতের আঁধারে সবকিছু নিয়ে গেছে।
কুশিয়ারাভিউ২৪ডটকম/৪ আগস্ট, ২০২১/মিজান