চলতি অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এবারও বেসরকারি খাতে ঋণ বাড়ানোর প্রক্ষেপণ করা হয়েছে ১৪ দশমিক ৮০ শতাংশ।
প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের ওপর সবচেয়ে বেশি জোর দিয়ে গতকাল দ্বিতীয়ার্ধে চলতি অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়।
নতুন মুদ্রানীতিতে সরকারের লক্ষ্যমাত্রার আলোকে ৭৬ হাজার ৫০০ কোটি টাকা ঋণ যোগান রাখা হয়েছে। মোট অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৭ দশমিক ৮০ শতাংশ। এবারের মুদ্রানীতিতে সবচেয়ে জোর দয়া ছে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের ওপর।
কুশিয়ারাভিউ২৪ডটকম/৩০ জুলাই,২০২১/মিজান