ব্রাহ্মণবাড়িয়ায় কোপা আমেরিকায় ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলা নিয়ে ঝগড়া বেঁধে নওয়াব মিয়া (৬০) নামের এক ব্রাজিল সমর্থকের চাচাকে পিটিয়েছেন আর্জেন্টিনার সমর্থকেরা।
আজ মঙ্গলবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দামচাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নওয়াব মিয়া সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃত হেলু মিয়ার ছেলে।
আহত নওয়াব মিয়ার ছোট ভাই ইয়াকুব মিয়া জানান, আজ সকালে কোপা আমেরিকা ব্রাজিল ও পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলা শেষে ব্রাজিল সমর্থক রেজাউলের সঙ্গে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সমর্থক মো. জীবন মিয়ার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।
পরে বিকেলে নওয়াব মিয়া বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে জীবন মিয়া, আব্দুর রহমান ও সেলিমসহ ৪-৫ জন যুবক তাকে স্থানীয় দামচাইল বাজারে একা পেয়ে মারধর করে পালিয়ে যায়। পরে সন্ধ্যায় আহত নওয়াব মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, কোপা আমেরিকার টুর্নামেন্টের খেলা নিয়ে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুশিয়ারাভিউ২৪ডটকম/৬ জুলাই,২০২১/মিজান