হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্যবিলুপ্ত কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।
সিলেটের বিমানবন্দর থানার ওসি খান মোহাম্মদ ময়নুল জাকির এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়।
সহিংসতা ও তাণ্ডবের দায়ে সারা দেশে হেফাজত নেতাদের গ্রেপ্তার অভিযান চললেও সিলেটে এই প্রথম হেফাজতের কোনো নেতাকে গ্রেপ্তার করা হল।
প্রসঙ্গত, ২০০৫ সালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর ওই বছরের ২০ জুলাই সুনামগঞ্জ-৩ আসনে উপনির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো ১৪ মাসের জন্য সংসদ সদস্য নির্বাচিত হন মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী এম এ মান্নানের সঙ্গে পরাজিত হন।
কুশিয়ারাভিউ২৪ডটকম/৭ মে,২০২১/সালাম