চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় রিকশাচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, মাইক্রোবাসের ধাক্কায় রিকশা চালকসহ আহত চারজনকে ভোরে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজনকে ২৮ নম্বর নিউরোসার্জারি ও দুইজনকে ২৬ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়।
পরে সকাল সাড়ে ১০টার দিকে নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রিকশাচালকের মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
কুশিয়ারাভিউ২৪ডটকম/১ জুলাই,২০২১/সায়েম