পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি বলেছেন, ইমরান খান প্রশাসন টিকে আছে মাত্র সাত ভোটের ওপর। তিনি বলেছেন, ইমরান খান এবং উসমান বুজদারের আসনের ক্ষমতা এখন জাহাঙ্গীর তারিনের হাতে ঝুলে আছে। এই সরকার টিকে আছে মাত্র সাত ভোটের ওপর।
গত শনিবার দেশটির করাচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান সরকার নিয়ে এ মন্তব্য করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ফ্রান্স টোয়েন্টিফোর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিনি আরো দাবি করেছেন, ইমরান খানের প্রশাসন প্রথম থেকেই দুর্বল অবস্থানে ছিল।
তিনি আরও বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একজন সিনিয়র সদস্য (জাহাঙ্গীর তারিন) বলছেন, তাকে কোণায় ঠেলে দেওয়া হচ্ছে।