মাদক মামলায় জামিন পেলেন না চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় আলোচনায় আসা তুহিন সিদ্দিকী অমি।
তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার (১৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবীরা অমির জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুরের আদেশ দেন।
কুশিয়ারাভিউ২৪ডটকম/১৯ জুলাই,২০২১/মিলাদ