আজ রোববার বিশ্ব মা দিবস। এ নিয়ে ইনস্টগ্রামে একটি ভিডিও বার্তা দিয়েছেন অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা।
সেখানে তিনি বলেন,‘মা হওয়াটা নারীর জন্য বাধ্যতামূলক নয়। নারী নিজে সিদ্ধান্ত নেবেন, তিনি আদৌ মা হতে চান কী-না। তার ওপরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয়।
একজন মায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন না তুলে তার দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত। তার কথায়, একই সঙ্গে মাতৃত্বকে উচ্চ স্থানে বসিয়ে মায়েদের উপরে মানসিক চাপ দেওয়াও ঠিক নয়। মায়েদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার। মানসিক এবং শারীরিক সহায়তার তাদের প্রয়োজন। আর এই দায়িত্ব নেওয়া উচিত বাবাদের। শুধু তাই নয়, সমাজের কাছ থেকেও ভরসা দরকার মায়েদের।
মিথিলা মনে করেন, মায়েদের সুখে রাখতে হবে। তা হলেই পরের প্রজন্মকে তারা সেই অনুভূতির দিকে ঠেলে দিতে পারবেন। সন্তানদের মধ্যে দায়িত্ববোধ, মূল্যবোধ, সহানুভূতির বীজ বপন হবে এভাবেই।
কুশিয়ারাভিউ২৪ডটকম/৯ মে,২০২১/ফাহাদ