মহামারী রূপ নেওয়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলবে দেশজুড়ে সর্বাত্মক লকডাউন।
কঠোর লকডাউন চলাকালীন জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোতে পারবে না। এক্ষেত্রে কারও যদি বিশেষ প্রয়োজন হয় সেক্ষেত্রেও নিতে হবে ‘মুভমেন্ট পাস’।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে এই মুভমেন্ট পাস অ্যাপের উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
উদ্বোধনের পরই মুভমেন্ট পাসের জন্য অনলাইনে হিড়িক পড়েছে পাস নেওয়ার। প্রায় ১ লাখ ২৫ হাজার আবেদন জমা পড়েছে প্রথম ঘণ্টায়। যা প্রতি মিনিটে প্রায় ২ হাজারের বেশি।
কীভাবে পাবেন মুভমেন্ট পাস!
আবেদনের এ তথ্য নিশ্চিত করেছেন এ আইজি মিডিয়া সোহেল রানা।
তিনি জানান, প্রতিটি আবেদনে যথাযথ যাচাই-বাছাই শেষে পাস ইস্যু করা হবে।
পাসটি পেতে আবেদনের জন্য ক্লিক করুন- https://movementpass.police.gov.bd/