নারীদের এগিয়ে নিতে সবার একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, ‘বাল্যবিয়ে রোধ করে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্ট্রেংদেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় নিয়মিত কর্মশালা আয়োজন করা হচ্ছে। কেননা বাল্যবিয়ে কিশোরী মেয়েদের জীবন ও স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এসব কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছেন।
এসপিসিপিডি প্রকল্পের আওতায় গতকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অনুষ্ঠিত ‘কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরী স্বাস্থ্য সুরক্ষা, বাল্যনবিয়ে রোধ, নারীর সার্বিক সুরক্ষা নিশ্চিতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশে বাল্যবিয়ে প্রতিরোধে যথাযথ আইন ও এর প্রয়োগ আছে।