দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষে চলতি মৌসুমে লিওনেল মেসি যোগ দিয়েছেন পিএসজিতে। নতুন ক্লাবে এসে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ তো ছিলই, নতুন শহরে এসে খাপ খাইয়ে নেওয়াটাও যে কম চ্যালেঞ্জের নয়, সেই চ্যালেঞ্জ জয় করতে মেসির জন্য সবকিছুই করছেন তার সতীর্থরা, দাবি ক্লাব ও জাতীয় দলে তার আর্জেন্টাইন সতীৰ্থ আনহেল ডি মারিয়ার।
তবে কাজটা সহজ ছিল না মোটেও। নতুন ক্লাবে এসে নভেম্বরের আগ পর্যন্ত লিগ গোল পাননি। তবে ডি মারিয়ার মতে, মেসি ধীরে ধীরে দলে মানিয়ে নিচ্ছেন।
সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি, ক্লাব ব্রুগার বিপক্ষে আমাদের ম্যাচটা দেখিয়েছে আমরা কেমন করছি। মেসি দলে যোগ দেওয়ার পর সবার চাওয়া থাকছে ৪-০, ৫-০ গোলের জয়, কিন্তু ফুটবল এমন নয় মোটেও। ফুটবলে উন্নতিটা ধীরে ধীরে করতে হয়, আর টুকরোগুলোকে জোড়া দিতে হয়।’