খাগড়াছড়ির দীঘিনালায় মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালী অনাথ আশ্রম এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মোঃ শাহাদাৎ হোসেন (২২) নামে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে দীঘিনালা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রম এলাকার মোঃ আবু হানিফ এর ছেলে মোঃ শাহাদাৎ হোসেন (২২)। তিনি পেশায় ছিলেন কাঠমিস্ত্রী।
আজ শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার মধ্য বোয়ালখালীর (পশ্চিমপাড়া) অনাথ আশ্রম এলাকার আম গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলেছিলো। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং স্বজনরা দেখে থানায় অবগত করলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম পেয়ার আহমেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। উক্ত বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
কুশিয়ারাভিউ২৪ডটকম/১১ জুলাই,২০২১/সুমন