কিশোরগঞ্জের হোসেনপুরে ধানক্ষেত – থেকে রাসেল মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার (২৫ জুলাই) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখোলা গ্রামের বালুবন বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে যানা যায়, উপজেলার পৌর এলাকার ১নং ওয়ার্ডের পদুরগাতি গ্রামের আয়ত আলীর ছেলে রাসেল মিয়া গত শনিবার বিকেলে বাড়ি থেকে নিখোজ হন। পরে গতকাল সকালে বালুবন বিলে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী ভিড় করে সেখানে।
সৌজন্য: আমার সংবাদ
কুশিয়ারাভিউ২৪ডটকম/২৬ জুলাই,২০২১/খালেদ