রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মাদক কারবারিরা হলেন- মো. আবুল কাশেম ও মো. সোহেল মিয়া।
শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কদমতলীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর বলেন, একই দিনে বিকেল সাড়ে ৫টার দিকে কদমতলীর মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে থেকে এক কেজি গাঁজাসহ মো. সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়।
২ আসামির বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি জামাল।
কুশিয়ারাভিউ২৪ডটকম/ ১ মে,২০২১/ফাহাদ