রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল রবিবার (২৩ মে) সকাল ৬টা থেকে আজ সোমবার (২৪ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ১১৩ গ্রাম হেরোইন, ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ২২২ পিস ইয়াবা ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এডিসি ইফতেখায়রুল ইসলাম।
কুশিয়ারাভিউ২৪ডটকম/২৪ মে,২০২১