মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রাজধানীতে রেকর্ড ৫৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি নির্দেশনা অমান্য করে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ কমিশনার ইফতেখাইরুল ইসলাম রবিবার (২৫ জুলাই) এই তথ্য নিশ্চিত কেরেছেন।
সূত্র জানায়, লকডাউন অমান্য করায় গ্রেফতার করা হয়ে ৫৮৭ জনকে। একই সঙ্গে ২৩৩ জনকে ১ লাখ ৯৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে ডিএমপি ট্রাফিক কর্তৃক ৫২১টি গাড়িকে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শনিবার রাজধানীতে ৩৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
গতকাল (২৪ জুলাই) লকডাউনের দ্বিতীয় দিনে নিয়ম লঙ্ঘন করায় ৩৮৩ জনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
কুশিয়ারাভিউ২৪ডটকম/২৫ জুলাই,২০২১/খালেদ