ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে সাউথবাংলা ব্যাংক লিমিটেড।কোম্পানিটির মোট ৭২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটি মোট ২ কোটি ৯০ লাখ ২৮৫টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৬৯ লাখ ৫ হাজার ৫৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০ কোটি ১৯ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড কোম্পানিটির ২৯ কোটি ১৩ লাখ ৯১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৯ কোটি ৩৭ লাখ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, আইপিডিসি, লাফার্জহোলসিম, সাইফ পাওয়ারটেক, ডিবিএইচ, ইসলামিক ফিন্যান্স ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।