শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে একদিনে আরও ৩৭ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।
মঙ্গলবার (৪মে) দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক জানান, আজ মঙ্গলবার শাবির ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৬ জন, সুনামগঞ্জের ৬ জন, হবিগঞ্জের ১০ জন এবং মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন।
এদিকে দেশে একদিনে আজ করোনায় ৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭০৫ জনে।
কুশিয়ারাভিউ২৪ডটকম/সাকিব