সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় ৫৬ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।
বুধবার (২১ এপ্রিল) দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।
আরও পড়ুন: এ বছর সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার শাবির ল্যাবে ২৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৬জনের পজিটিভ রিপোর্ট এসেছে।
নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ২৩জন, সুনামগঞ্জের ০৪জন, মৌলভীবাজারের ১৪জন এবং হবিগঞ্জের ১৫জন।
কুশিয়ারাভিউ২৪ডটকম/হামিদা