ডেস্ক রিপোর্ট: হাজার হাজার কোটি টাকা লোপাটের তথ্য চাপা দেওয়ার অভিযোগ ওঠায় বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে নির্বাহী পরিচালক শাহ আলমকে।
গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের অফিশিয়াল আদেশে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম
তিনি বলেন, তার (শাহ আলম) বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। তাই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।