দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাচাইপর্ব ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ইকুয়েডরের ঘরের মাঠে এগিয়ে ছিল। লিওনেল মেসির দল।
যখনই মনে হচ্ছিল জুলিয়ন আলভারেজের করা গোলেই নির্ধারণ হবে ম্যাচের ভাগ্য, তখন যোগ করা সময়ের ৩ মিনিটে গোল হজম করে বসে আর্জেন্টিনা। এতে ১-১ ব্যবধানে ড্র করে পয়েন্ট ভাগাভগি করে মাঠ ছাড়তে হয় মেসিদের।
এস্তাদিও মনুমেন্টালে ছন্দময় ফুটবল খেলতে পারেনি আর্জেন্টিনা। খুব বেশি সুযোগও তৈরি করতে পারেনি দলটি। যার খেসারত দিতে হলো শেষ মুহূর্তে গোল হজম করে। যদিও ড্র করে রেকর্ড বইতে সমৃদ্ধ হয়েছে আর্জেন্টিনার নাম।
বলিভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে নিজেদের টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছে তারা। আর আগে ১৯৯১ থেকে ১৯৯৩ সালের মধ্যে টানা ৩১ ম্যাচে অপরাজিত ছিল আর্জেন্টিনা।