আসছে ঈদুল আজহার আগে শ্রমিকদের ২০২০-২১ সালের বকেয়া পরিশোধ এবং করোনাকালীন প্রত্যেক শ্রমিককে প্রতি মাসে নগদ ১০ হাজার টাকা করে প্রণোদনা দেয়ার দাবি জানিয়েছে ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ।
বুধবার (৭ জুলাই) সংগঠনটির আহবায়ক আহমেদ সুজন ও যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মানিক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার সংক্রমণ ও মৃত্যুর হার অস্বাভাবিকভাবে বাড়ায় সরকার সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এতে লোকাল গার্মেন্টসে কর্মরত শ্রমিকরা দিশেহারা হয়ে পড়েছেন।
এতে আরও বলা হয়, লোকাল গার্মেন্টসের শ্রমিকরা সারা বছর কাজ করে যে মজুরি পাওনা হয় তা রমযান ও কোরবানির সময় সমুদয় হিসাব করে মালিকরা পরিশোধ করেন। গত বছর করোনার অজুহাত দেখিয়া অনেক মালিক পাওনা পরিশোধ না করে, এই বছর করবে বলে কথা দেয়। কিন্তু এই বছরও ঈদুল ফিতরের সময় পাওনা পরিশোধ না করে ঈদুল আজহায় পরিশোধ করবে বলে জানায়। এর মধ্যে সরকার গত ২৮ জুন থেকে সীমিত পরিসরে এরপর ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে। ফলে প্রায় অনেকগুলো কারখানা বন্ধ হয়ে যায়। বেকার হয়ে পড়ে প্রায় এক লাখ লোকাল গার্মেন্টস শ্রমিক ।
কুশিয়ারাভিউ২৪ডটকম/৮ জুলাই,২০২১/জসিম