টাঙ্গাইলের সখীপুরে মুরগির খামারে কাজ করার সময় সাপের কামড়ে লাভলু খন্দকার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই এলাকার খন্দকার মোতালেব মিয়ার ছেলে।
আজ সোমবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার জামালহাটখুরা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, একটি লেয়ার মুরগির খামারে সকালে খাবার দিতে যায় লাভলু।
এ সময় হঠাৎ তাকে বিষধর সাপে কামড় দেয়। এতে শরীরের যন্ত্রণা শুরু হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লাভলুর মৃত্যু হয়। এ ঘটনায় ওই পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
কুশিয়ারাভিউ২৪ডটকম/সিয়াম