হাঁটুর অস্ত্রোপচার করালেও ঝুঁকি কমেনি। তাই উইম্বলডন সামনে রেখে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিতে পারেন রজার ফেদেরার।
গত শনিবার সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে ডোমিনিক কোয়েফারকে তৃতীয় রাউন্ডে হারান সুইশ তারকা।
হাঁটুর দুইবার অস্ত্রোপচার করানোর পর কোর্টে ফিরে এটি ছিলো তার মাত্র ষষ্ঠ ম্যাচ। ৩৯ বছর বয়সি ফেদেরারের আজ সোমবার (৭ জুন) শেষ ষোলোতে মাত্তেও বেরেভিনির মুখোমুখি হওয়ার কথা।
কিন্তু ম্যাচটি নাও খেলতে পারেন তিনি। ২০২০ সালের জানুয়ারি থেকে এ নিয়ে তৃতীয় টুর্নামেন্টে খেলছেন অষ্টম বাছাই ফেদেরার। রোলাঁ গারোর চেয়ে তার চোখ এখন উইম্বলডনে।
চলতি মাসের শেষ দিকে তিনি নামবেন প্রিয় ঘাসের কোর্টে। ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী বলেছেন, ‘গত কয়েক ম্যাচ ধরে আমি গভীরভাবে নিজেকে বিশ্লেষণ করছি, কী হতে পারে পরবর্তীতে।
কুশিয়ারাভিউ২৪ডটকম/৭ জুন,২০২১/সিজান