দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রতিনিধি ও ভূঞাপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ ইব্রাহিম ভূইয়া এর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (৫ জুন) বাদ আছর ভূঞাপুর প্রসক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, উপজেলা মসজিদের ইমাম মাওলানা মোঃ আমিনুর রহমান।
প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রমানিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ বদিউজ্জামান বদি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আতোয়ার রহমান তালুকদার, এশিয়ন টিভির উপজেলা প্রতিনিধি জুলিয়া পারভেজ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মামুন সরকার, সদস্য আব্দুর রহিম মিয়া, সানোয়ার হোসেন, কোরবান তালুকদার, নাসির উদ্দিন, আরিফুজ্জামান তপু, হৃদয় প্রমুখ।
উল্লেখ্য, সাংবাদিক ইব্রাহিম ভূইয়া অনেকদিন ধরে ফুসফুস জনিত সমস্যার ভুগছিলেন। গত এস সপ্তাহ আগে ধানমন্ডি আনোয়ার হোসেন মর্ডান হসপিটাল ভর্তি হয়েছেন।
কুশিয়ারাভিউ২৪ডটকম/৫ জুন,২০২১/সামাদ