সিলেটের ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম জিয়া খালেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে আজ বুধবার (১১ জানুয়ারি) বাদ আসর ফেঞ্চুগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তিনি ২০২০ সালের আজকের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
উল্লেখ্য, জিয়া খালেদ দীর্ঘদিন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি।