বগুড়ার ধুনট উপজেলায় বিলের পানিতে মাছ ধরতে নেমে সাপের কামড়ে আব্দুস ছালাম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
সে আব্দুস ছালাম উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী পাইকাড় এ তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুস ছালাম বুধবার রাত ৯টার দিকে বাবার সঙ্গে পলো দিয়ে মাছ ধরার জন্য সাতবেকী বিলের পানিতে নামে।
মাছ শিকারের এক পর্যায়ে আব্দুস ছালামের পায়ে সাপ কামড় দেয়। বাড়িতে ফিরে কবিরাজি চিকিৎসার এক পর্যায়ে অচেতন হয়ে পড়ে আব্দুস ছালাম। রাত ১২টার দিকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আব্দুস ছালামের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুশিয়ারাভিউ২৪ডটকম/১২ আগস্ট, ২০২১/মিলাদ