সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়েজ আহম্মদ (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্প্রতিবার (১৫ এপ্রিল) ভোরে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জকিগঞ্জ থানার বারঠাকুরী ইউপির উত্তরকূল গ্রামের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সে জকিগঞ্জ থানার উত্তরকুল গ্রামের মৃত মছব্বির মিয়ার ছেলে।
এসময় তার কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক এক লক্ষ ৬৫ হাজার টাকা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট জেলার আতিরক্তি পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে এর আগেও সিলেটের দক্ষিন সুরমা থানায় মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমান সরকার বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।