সিলেটে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার একটি বাসা থেকে গতকাল সকালে সিলেট বন বিভাগের কর্মকর্তারা তক্ষকটি উদ্ধার করেন।
সিলেট বন বিভাগ জানায়, তিন থেকে চারশ গ্রাম ওজনের ছয়-সাত ইঞ্চি লম্বা এই তক্ষকটি ঝালোপাড়া এলাকার ১৬৩ নং বাসায় ঢুকে পড়ে। পরে বাসার বাসিন্দারা বন বিভাগ কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তারা তক্ষকটি উদ্ধার করেন।
বাসিন্দারা জানান, গত রোববার সকালে তাদের ঘরে প্রবেশ করে তক্ষকটি। পরে তক্ষকটি একটি ঝুঁড়ির মধ্যে বন্দি করে বন বিভাগের কর্মকর্তাদের খবর দিলে তারা এসে এটি উদ্ধার করে নিয়ে যান।
সিলেট বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তক্ষকটি সিলেট খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।