সিলেট জেলা পরিষদের নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আব্দুল আউয়াল কয়েস।
এ সময় উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন দেবনাথ, দক্ষিণ সুরমা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নন্দন পাল, সমাজসেবী সুহেল আহমদ।
জানাগেছে জেলা পরিষদের ৩নং ওয়ার্ড ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, ২নং মাইজগাঁও, ৩নং ঘিলাছড়া, ৪নং উত্তর কুশিয়ারা, ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯৪ জন।
আগামী ১৭ অক্টোবর সিলেটসহ দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) গত ২৩ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ ১৫ সেপ্টেম্বর। বাছাই ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
উল্লেখ্য, আব্দুল আউয়াল কয়েস সদ্য সাবেক নির্বাচিত সদস্য। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।