শূন্য হওয়া সিলেট- ৩ আসনের উপনির্বাচন হবে আগামী ২৮ জুলাই। এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ হয়েছে বৃহস্পতিবার।
এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ২৫ জন নেতা। তবে কে হচ্ছেন এই আসনের নৌকার কান্ডারী তা জানা যাবে আগামীকাল শনিবার (১২ জুন)।
এদিন সকাল ১১টায় গনভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা থেকে প্রার্থী ঘোষণা করা হবে।
ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ সংসদীয় আসন। এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ জুলাই এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন সিলেট- ৩ আসনের
উপ-নির্বাচনের ২৫ জন নৌকার প্রার্থী।
এদের মধ্যে রয়েছেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরী, বিএমএ’র মহাসচিব ডা. ইহতেশামুল হক দুলাল, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, ডাকসুর সাবেক সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দেওয়ান গৌস সুলতান, সাবেক সহকারী এর্টনী জেনারেল ও বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, যুক্তরাজ্যের ম্যানচেস্টার আওয়ামী লীগ নেতা এনাম উল ইসলাম প্রমুখ।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া সিলেট-৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৮ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কুশিয়ারাভিউ২৪ডটকম/১১ জুন,২০২১/ছামি