পূর্ব শত্রুতার জের ধরে সুনামগঞ্জ পৌর শহরের পৌরসভার সামনে রিকশা চালক শুকুর আলীকে (২০) হত্যা করেছেন আরেক রিকশা চালক শাকিল মিয়া।
নিহত শুকুর আলী সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরের এলাকার ৮ নং ওয়ার্ডের মৃত সেজলু মিয়ার ছেলে।
আজ শনিবার (৮ মে) দুপুরে সুনামগঞ্জের উকিলপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একসময় নিহত শুকুর ও শাকিল খুব ভালো বন্ধু ছিল কিন্তু গত ৬ মাস আগে শুকুরের সঙ্গে শাকিলের দ্বন্দ্ব দেখা দেয়। পরে শুকুর আর শাকিলের ওই বন্ধুত্ব ভয়ংকর শত্রুতায় রূপ নেয়। প্রতিদিনের মতো নিহত শুকুর আলী রিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে পৌরসভার সামনে গেলে পেছন থেকে ঘাতক শাকিল তাকে ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে। এ সময় শুকুর রিকশা থেকে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাকিল ও শুকুর পেশায় দু’জনেই রিকশা চালক ছিলেন।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, চুরিকাঘাত করে রিকশা চালকে খুন করা হয়েছে, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, ঘাতক শাকিল কে ধরার জন্য আমরা অভিযান চালাচ্ছি।
কুশিয়ারাভিউ২৪ডটকম/৮ মে,২০২১/মাহি