সোনাকল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেয়া হয়েছে।
গতকাল বুধবার (১১ আগস্ট) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানিটির আইপিওর অনুমোদন দেয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০ টাকা অভিহিত মূল্যে এক কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড পুঁজিবাজারে বিনিয়োগ, নিজস্ব অফিস ক্রয় ও তফসিলি ব্যাংকের স্থায়ী আমানত রাখবে।
কুশিয়ারাভিউ২৪ডটকম/১২ আগস্ট,২০২১/মিজান