লকডাউনে বন্ধ থাকার পর আজ বুধবার থেকে বর্ধিত ভাড়া ও অর্ধেক যাত্রী নিয়ে সিটি করপোরেশন এলাকায় আবারও শুরু হয়েছে গণপরিবহন চলাচল।
তবে গত কয়েকদিন অফিসগামী যাত্রীর তুলনায় পরিবহন সংকট থাকলেও এদিনের চিত্র ভিন্ন।
সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সড়কে গণপরিবহনের তুলনায় যাত্রী কম।
মিরপুর, কাজীপাড়া শেওড়াপাড়া, তালতলা, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ ও প্রেসক্লাব এলাকা ঘুরে দেখা যায় সড়কে পরিবহন সংকট নেই।
হিমেল নামের এক যাত্রী বলেন, আমি বাসে উঠেছি আগারগাঁও-তালতলা এলাকা থেকে। আজ আমি মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে বাস পেয়েছি। আশা করছি মতিঝিল যেতে বেশি সময় লাগবে না। তবে একটু বেশি ভাড়া নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলছে গণপরিবহন।
এদিকে গণপরিবহনের চালক আজাদ বলেন, আজকে সড়কে অন্য দিনগুলোর তুলনায় যাত্রী সংখ্যা অনেক কম।
তবে সরেজমিনে দেখা যায়, অল্প কিছু গণপরিবহনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকলেও বেশিরভাগ পরিবহনে ছিল না।
কিছু গণপরিবহনে দাঁড়িয়ে যাত্রী নিতে দেখা গেলেও বেশিরভাগ পরিবহনেরই আসন পূর্ণ হতে সময় লেগেছে স্বাভাবিক সময়ের থেকে বেশি। বেশ কিছু পরিবহণ স্বল্প যাত্রি নিয়ে দাড়িয়ে থাকতে দেখা গেছে।