হবিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল হাই (৫৬) নামে ১ জনের মৃত্যু হয়েছে।
খোজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার নুরুজ্জামানের ছেলে আব্দুল হাই গত ২৩ শে মার্চ অসুস্থতা নিয়ে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজে ভর্তি হন, সেখানে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর করোনা পজিটিভ ধরা পড়ে। তারপর সেখান থেকে তাকে সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়।
বুধবার ( ৩১ মার্চ ) সকাল ৯ টায় তিনি মারা যান। এ নিয়ে হবিগঞ্জ জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জন।
এর আগে বুধবার সকালে আব্দুল হাইয়ের আত্মীয় স্বজন তাকে সিলেট থেকে হবিগঞ্জে নিয়ে আসার পথে শারীরিক অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নিয়ে আসেন। এখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র: সিলেট ভয়েস