ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তাজপুরে সীমা আক্তার (২৪) নামে এক নববধূর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহত সীমার ২ ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত সীমার স্বামী পলাতক রয়েছে। নিহত সীমা আক্তার হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকার সাইফুল আলমের স্ত্রী। তারা মাধবপুর উপজেলার তাজপুর এলাকায় ভাড়াটিয়া থেকে একটি কোম্পানীতে ২ জনেই চাকরি করত।
শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আউশপাড়া গ্রামের আব্দুস শহীদের কন্যা নিহত সীমা আক্তারের সাথে প্রায় ২ মাস আগে সদর উপজেলার পশ্চিম ভাদৈ এলাকার সাইফুলের কাছে বিয়ে হয়। নিহতের স্বজনদের দাবি করেন সীমাকে টাকার জন্য স্বামী সাইফুলসহ শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।